
যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডস্থ (মিঠু লেন)’র বাসিন্দা ওয়াহিদুজ্জামান মিঠুর মা নার্গিস জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি বেজপাড়া কবরস্থান রোডস্থ (মিঠু লেন) কমিউনিটি পুলিশিং ফোরামের সাবেক উপদেষ্টা মরহুম বদরুজ্জামানের স্ত্রী।
গত ১৩ জুন বৃহস্পতিবার রাতে তিনি যশোর জেনারেল হাসপাতলে চিকিৎসাধীন অবস্থধায় মারা যান। কিন্তু শনিবার বেলা ১১টার দিকে বেজপাড়া তালতলা মোড জামে মসজিদের সামনে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর মণিরামপুরের লাউড়ী গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দ্বিতীয় নামাজে জানাজায় যশোর-৬ (কেশবরপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বেজপাড়া কবরস্থান রোডস্থ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু, সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদসহ নেতৃবৃন্দ।
যশোরে পুলিশী অভিযানে মাদক দ্রব্যসহ আটক ৪
যশোরে কয়েকটি অভিযানে পুলিশ মাদকদ্রব্য সহ চারজনকে আটক করেছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,কোতয়ালি থানার এসআই শরীফ আল মামুন জানিয়েছেন, গত শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর ঘোড়াগাছা গ্রামের বাড়ি থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ নুর জামাল মিন্টুকে (৪০) আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
ডিবি পুলিশের এসআই হরষিত রায় জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রাম থেকে ৭০ পিস ইয়াব ট্যাবলেটসহ ইব্রাহিম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। সে শহরতলীর বিরামপুর কালীতলার ইছাহাক গাজীর ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার থানার এসআই জয়ন্ত সরকার জানিয়েছেন, গত শনিবার রাত সোয়া ৯টার দিকে চোপদারপাড়া বারেক সড়ক থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শান্ত ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করা হয়। শান্ত ওই এলাকার তোরাব আলীর বাড়ির ভাড়াটিয়া রেজাউল ইসলামের ছেলে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই তোফাজ্জেল হোসেন জানিয়েছেন, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রেলস্টেশন মাদ্রাসার সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ হাসান আলী সোহাগ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। সে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের শেখ ধনুর ছেলে। এ সময় মাদক বিক্রেতা শিলো বেগম ওরফে ছোটনের বউ (৪১) পালিয়ে যায়। শিলো রায়পাড়া কয়লাপট্টির সৌরভ হোসেন ছোটনের স্ত্রী।
যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিট মামলায় স্বামী আটক
৫ লাখ টাকা যৌতুকের দাবিতে যশোরে সোমাইয়া খাতুন শোভা (৪২) নামে এক গৃহবধূকে মারপিটে জখমের ঘটনার দুই মাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে তার স্বামী শহরের বকচর বিহারী কলোনীর আজগরের ছেলে আকবর হোসেন মুন্না (৪৫)কে।
যশোর বেজপাড়া আজিমাবাদ কলোনীর মৃত রফিকের মেয়ে শোভা এজাহারে উল্লেখ করেছেন,২০১৭ সালের ১৭ জানুয়ারি তার সাথে মুন্নার বিয়ে হয়। বিয়ের পার তার মা সংসারের টিভি, ফ্রিজ, সোনার গহনা এবং মুন্নার জন্য মোটরসাইকেল কিনে দেয়। এছাড়া বিভিন্ন সময় টাকা দেয়া হয়। তারপরও বিভিন্ন অজুহাতে তার কাছে যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করা হয়। বেশ কিছুদিন ধরে মুন্না ৫ লাখ টাকার জন্য নানা ভাবে দাবি করে আসছে। তিনি তার কথার কোন কর্ণপাত করেন না। গত ১৭এপ্রিল বিকেল ৫টার দিকে তার কাছে ফের ৫ লাখ টাকা যৌতুক হিসাবে চায়। তিনি টাকা দিতে পারবেন না বলে জানালে তার চুলের মুঠি ধরে মারপিট করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। সে সময় তিনি মোবাইল ফোন তার মামাকে জানালে তার মামা গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে পরিবারের সাথে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দেন। পুলিশ গত শনিবার তার অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে।
যশোর অফিস।। 







































