
হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে মিনার উদ্দেশ্যে রওয়ানা হন হাজিরা। এরপর মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়েন তারা। আর এর মধ্য দিয়ে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা।
হজের আনুষ্ঠানিকতা শেষে পশু কোরবানি করেন হাজিরা। এভাবে আজই পালন করেছেন ঈদুল আযহা। এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে আগামীকাল (সোমবার)।
এএফপির খবর থেকে জানা যায়, ‘শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের’ জন্য শনিবার রাতে হাজিরা পাথর সংগ্রহ করেন। আর রাতে মুজদালিফায় আকাশের নিচে রাত কাটান।
আজ ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে তারা রওনা হন মিনারের দিকে।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রায় ১৮ লাখ মুসলমান সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। মক্কার স্থানীয় সময় আজ ভোর থেকেই মক্কা আল-মুকাররামার বাইরে অবস্থিত মিনা উপত্যকায় শয়তানের প্রতীকী তিনটি কংক্রিটের দেয়ালের প্রতিটিতে সাতটি করে পাথর নিক্ষেপ শুরু করেন হাজিরা।
নিজস্ব প্রতিবেদক 







































