মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির দায়ে নওয়াপাড়ায় ব্যবসায়ী মাসুম উল ইসলামের ৮বছর কারাদণ্ড

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ০৭:৩৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • ২২২

দুর্নীতির একটি মামলায় নওয়াপাড়ার মেসার্স সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলামকে আট বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ মাসুম উল ইসলাম খুলনা সদরের মির্জাপুর গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে ও যশোর অভয়নগরের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এছাড়া এ মামলার অপর আসমি ইউসিবিএল ব্যাংকের সাবেক কর্মকর্তা মনিরুজ্জামানের মৃত্যু হওয়ায় আগেই তাকে খালাস দেয়া হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, যশোরের অভয়নগরের নওয়াপাড়া ইউসিবিএল ব্যাংক বাজার শাখায় ২০০২ সালের ২ মে থেকে ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মনিরুজ্জামান। ওই সময় মেসার্স সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলামের নামে এ ব্যাংকে একটি হিসাব খোলেন। পরবর্তীতে ব্যবস্থাপক মনিরুজ্জামান নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্যাংক কতৃপক্ষের দেয়া সীমা লংঘন করে এক কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা অতিরিক্ত ঋণ প্রদান করেন মাসুমকে। অতিরিক্তি ঋণ মঞ্জুরের ফলে ব্যাংকের এক কোটি ২০ লাখ ৮২ হাজার ১৬১ টাকা ক্ষতি করেছেন। বিষয়টি ব্যাংক কতৃপক্ষের নজরে আসায় ইউসিবিএল ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাদী হয়ে ২০০৯ সালের মে মাসে দুর্নীতি দমন আইনে মনিরুজ্জামানকে আসামি করে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, শাখা ব্যবস্থাপক শেখ মনিরুজ্জামামের ফুফাতো বোনের ছেলে সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলাম। তারা অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক কর্তপক্ষের নির্দেশ অমান্য করে অতিরিক্ত ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা ঋণ প্রদান করে ব্যাংকের আর্থিক ক্ষতি করে। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্য ও ব্যাংকের কাগজপত্র পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত থাকায় ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান ও তার ভাগ্নে মাসুমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক ওয়াজেদ আলী গাজী।

২০২২ সালের ১৬ আগস্ট স্পেশাল জজ( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামানের মৃত্যু হওয়ায় অব্যহতি ও মাসুম উল ইসলামের বিরুদ্ধে ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করে সাক্ষীর দিন ধার্য করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মাসুম উল ইসলামের বিরুদ্ধে ৪০৯ ধারয় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ডও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ও ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছর সশ্রম কারাদনড ১০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও চার মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। রায়ে সাজা একই সাথে চলবে বলে উল্লখ করা হয়েছে। সাজাপ্রাপ্ত মাসুম উল ইসলাম পলাতক রয়েছে।

যশোরে জমিজমা বিরোধে ভগ্নিপতিকে হত্যাচেষ্টায় থানায় মামলা

যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভগ্নিপতিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টার শিকার মনিরুল ইসলাম মুন্না (৪৪) যশোর শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। ঈদের দিন রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্নার স্ত্রী ফারজানা তানজাম তার ভাই ও ভাইপোসহ ৯ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন, ফারজানা তানজাম’র ভাই মাইকপট্টি নোভা হাসপাতাল এলাকার বাসিন্দা শেখ আশিক ইকবাল, তার দুই ছেলে শেখ সাকিব ইকবাল ও শেখ রাকিব ইকবাল, সিটি প্লাজা এলাকার বাসিন্দা মনজুর মোস্তফা খানের ছেলে মোহাম্মদ ইব্রাহিমসহ অজ্ঞাত আরও ৪/৫ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, পৈত্রিক জমাজমি ভাগাভাগির বিষয় নিয়ে ফারজানা তানজামের সাথে তার ভাই শেখ আশিক ইকবালের বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্র ধরে গত ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা এমএম কলেজ আসাদ গেটের সামনে মনিরুল ইসলাম মুন্নাকে পেয়ে বেধকড় মারপিট করে হত্যাচেষ্টা চালায়। এতে তার একটি দাঁত ভেঙ্গে যায় এবং গুরুতর জখম হন। হামলাকারীরা তার স্বর্ণের চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এর আগে ৮ মে আসামিরা বাদী ফারজানা তানজামের ছোট ভাই তৌফিক ইকবালের স্টেডিয়াম মার্কেটের দোকান ভাংচুর করে এবং দোকানের ক্যাশ থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যায়। মনিরুল ইসলাম মুন্নাকে হত্যাচেষ্টার ঘটনায় পরদিন ফারজানা তানজাম যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার মামলার আসামি শেখ রাকিব ইকবালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রণজিৎ সেন জানান, মামলার পর এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, মামলার আসামি শেখ সাকিব ইকবালের বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ রয়েছে। এর আগে একাধিক ব্যক্তির উপর হামলা, মারপিটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরম্নদ্ধে।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম আলী বিশ্বাসের স্মরণে দোয়া মাহফিল

বৃহস্পতিবার দুপুরে যশোর সদরের ভায়না তারাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বীরমুক্তিযোদ্ধা হাসেম আলী বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তার মরহুমের কবর জিয়ারত করা হয়েছে।

হাফেজ মিন্টু হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী,

জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি জাবেদ হোসেন,সহ-সভাপতি রাজু আহমেদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, সাবেক মেম্বার মোঃ শফিকুল ইসলাম, সাবেক মেম্বার তবিবুর রহমান, সহস্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রয়াত বীরমুক্তিযোদ্ধা হাসেম আলী বিশ্বাস গত ২০২১সালের ১৬ জুলাই মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম আলী বিশ্বাস জাগরণী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামের জন্মদাতা।

ঝিকরগাছায় জাল ব্যান্ডরোলসহ আটক শাকিলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

 যশোরে জাল ব্যান্ড রোলসহ আটক শাকিল হোসেনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেদুর রহমান রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। শাকিল হোসেন অভয়নগরের নওয়াপাড়ার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ও বর্তমানের ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৮ জুন রাতে যশোরের র‌্যাব ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের মেসার্স লতিফ বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালায়। এ সময় ফ্যাক্টরির নিচতলা থেকে ৯ হাজার ২শ’ প্যাকেট জাল ব্যান্ডরোলসহ লতিফ বিড়ির প্যাকেট ও শাকিল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি করিমুল হাসান বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা শিওরদহ ক্যাম্পের এসআই দেবব্রত ঘোষ আটক আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে গত ১০ জুন আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

যশোরে প্রতিবন্ধী যুবককে গুমের অভিযোগ 

যশোর সদর উপজেলার কেফায়েত নগরের প্রতিবন্ধী এক যুবককে গুমের অভিযোগ উঠেছে শ্যামনগর গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা হলেন ওই গ্রামের শহিদ ইসলাম ও মাহিদ হোসেন। অভিযোগ করা হচ্ছে প্রতিবন্ধী খাইরুল ইসলামকে ঝিনাইদহের বারবাজারের মাছ বাজারে প্রথমে নিয়ে যান। পরে সেখান থেকে খাইরুলকে গুম করা হয়েছে। এ অভিযোগ এনে খাইরুলের বোন বিলকিস খাতুন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিলকিসের অভিযোগ, তার ছোট ভাই খাইরুলের ব্রেইনের সমস্যা রয়েছে। একাএকা চলা ফেরা করতে পারেনা। মানসিক প্রতিবন্ধী হওয়ায় সারাক্ষন বাড়িতেই থাকেন। শহিদ ও মাহিদ মাছের ব্যবসা করে। গত ৮ জুন কৌশলে মাছ বিক্রির কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে খাইরুলকে বারবাজার মাছ বাজারে নিয়ে যান তারা। এরপর থেকেই খাইরুলকে আর পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোজাখুজির করা হয়। পরে তারা জানতে পারেন শহিদ ও মহিদ তার ভাইকে গুম করে রেখেছে।  বাধ্য হয়ে তিনি ১৮ জুন থানায় অভিযোগ দেন।  এদিকে, অপর একটি সূত্র জানায় পূর্বশক্রতার জেরে এ ধরণের ঘটনা ঘটতে পারে। এরমধ্যে গোপন কিছু রহস্য রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

যশোরে জুম্মান হত্যা মামলার আসামি সন্ত্রাসী প্রিন্সের আদালতে আত্মসমর্পণ 

যশোরে জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী প্রিন্স বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। প্রিন্স যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার রিপনের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাতে যশোর রেল স্টেশনে ১৪ মামলার আসামি জুম্মানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই মামুন ১৩ জনের নাম উল্লেখ করে খুলনা রেলওয়ে থানায় মামলা করেন। প্রিন্স ওই মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন । বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জনপ্রিয়

আম্বানির ডাকে লিওনেল মেসি গুজরাটে

দুর্নীতির দায়ে নওয়াপাড়ায় ব্যবসায়ী মাসুম উল ইসলামের ৮বছর কারাদণ্ড

প্রকাশের সময় : ০৭:৩৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

দুর্নীতির একটি মামলায় নওয়াপাড়ার মেসার্স সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলামকে আট বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ মাসুম উল ইসলাম খুলনা সদরের মির্জাপুর গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে ও যশোর অভয়নগরের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এছাড়া এ মামলার অপর আসমি ইউসিবিএল ব্যাংকের সাবেক কর্মকর্তা মনিরুজ্জামানের মৃত্যু হওয়ায় আগেই তাকে খালাস দেয়া হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, যশোরের অভয়নগরের নওয়াপাড়া ইউসিবিএল ব্যাংক বাজার শাখায় ২০০২ সালের ২ মে থেকে ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মনিরুজ্জামান। ওই সময় মেসার্স সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলামের নামে এ ব্যাংকে একটি হিসাব খোলেন। পরবর্তীতে ব্যবস্থাপক মনিরুজ্জামান নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্যাংক কতৃপক্ষের দেয়া সীমা লংঘন করে এক কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা অতিরিক্ত ঋণ প্রদান করেন মাসুমকে। অতিরিক্তি ঋণ মঞ্জুরের ফলে ব্যাংকের এক কোটি ২০ লাখ ৮২ হাজার ১৬১ টাকা ক্ষতি করেছেন। বিষয়টি ব্যাংক কতৃপক্ষের নজরে আসায় ইউসিবিএল ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাদী হয়ে ২০০৯ সালের মে মাসে দুর্নীতি দমন আইনে মনিরুজ্জামানকে আসামি করে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, শাখা ব্যবস্থাপক শেখ মনিরুজ্জামামের ফুফাতো বোনের ছেলে সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলাম। তারা অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক কর্তপক্ষের নির্দেশ অমান্য করে অতিরিক্ত ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা ঋণ প্রদান করে ব্যাংকের আর্থিক ক্ষতি করে। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্য ও ব্যাংকের কাগজপত্র পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত থাকায় ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান ও তার ভাগ্নে মাসুমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক ওয়াজেদ আলী গাজী।

২০২২ সালের ১৬ আগস্ট স্পেশাল জজ( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামানের মৃত্যু হওয়ায় অব্যহতি ও মাসুম উল ইসলামের বিরুদ্ধে ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করে সাক্ষীর দিন ধার্য করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মাসুম উল ইসলামের বিরুদ্ধে ৪০৯ ধারয় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ডও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ও ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছর সশ্রম কারাদনড ১০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও চার মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। রায়ে সাজা একই সাথে চলবে বলে উল্লখ করা হয়েছে। সাজাপ্রাপ্ত মাসুম উল ইসলাম পলাতক রয়েছে।

যশোরে জমিজমা বিরোধে ভগ্নিপতিকে হত্যাচেষ্টায় থানায় মামলা

যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভগ্নিপতিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টার শিকার মনিরুল ইসলাম মুন্না (৪৪) যশোর শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। ঈদের দিন রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্নার স্ত্রী ফারজানা তানজাম তার ভাই ও ভাইপোসহ ৯ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন, ফারজানা তানজাম’র ভাই মাইকপট্টি নোভা হাসপাতাল এলাকার বাসিন্দা শেখ আশিক ইকবাল, তার দুই ছেলে শেখ সাকিব ইকবাল ও শেখ রাকিব ইকবাল, সিটি প্লাজা এলাকার বাসিন্দা মনজুর মোস্তফা খানের ছেলে মোহাম্মদ ইব্রাহিমসহ অজ্ঞাত আরও ৪/৫ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, পৈত্রিক জমাজমি ভাগাভাগির বিষয় নিয়ে ফারজানা তানজামের সাথে তার ভাই শেখ আশিক ইকবালের বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্র ধরে গত ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা এমএম কলেজ আসাদ গেটের সামনে মনিরুল ইসলাম মুন্নাকে পেয়ে বেধকড় মারপিট করে হত্যাচেষ্টা চালায়। এতে তার একটি দাঁত ভেঙ্গে যায় এবং গুরুতর জখম হন। হামলাকারীরা তার স্বর্ণের চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এর আগে ৮ মে আসামিরা বাদী ফারজানা তানজামের ছোট ভাই তৌফিক ইকবালের স্টেডিয়াম মার্কেটের দোকান ভাংচুর করে এবং দোকানের ক্যাশ থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যায়। মনিরুল ইসলাম মুন্নাকে হত্যাচেষ্টার ঘটনায় পরদিন ফারজানা তানজাম যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার মামলার আসামি শেখ রাকিব ইকবালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রণজিৎ সেন জানান, মামলার পর এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, মামলার আসামি শেখ সাকিব ইকবালের বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ রয়েছে। এর আগে একাধিক ব্যক্তির উপর হামলা, মারপিটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরম্নদ্ধে।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম আলী বিশ্বাসের স্মরণে দোয়া মাহফিল

বৃহস্পতিবার দুপুরে যশোর সদরের ভায়না তারাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বীরমুক্তিযোদ্ধা হাসেম আলী বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তার মরহুমের কবর জিয়ারত করা হয়েছে।

হাফেজ মিন্টু হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী,

জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি জাবেদ হোসেন,সহ-সভাপতি রাজু আহমেদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, সাবেক মেম্বার মোঃ শফিকুল ইসলাম, সাবেক মেম্বার তবিবুর রহমান, সহস্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রয়াত বীরমুক্তিযোদ্ধা হাসেম আলী বিশ্বাস গত ২০২১সালের ১৬ জুলাই মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম আলী বিশ্বাস জাগরণী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামের জন্মদাতা।

ঝিকরগাছায় জাল ব্যান্ডরোলসহ আটক শাকিলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

 যশোরে জাল ব্যান্ড রোলসহ আটক শাকিল হোসেনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেদুর রহমান রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। শাকিল হোসেন অভয়নগরের নওয়াপাড়ার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ও বর্তমানের ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৮ জুন রাতে যশোরের র‌্যাব ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের মেসার্স লতিফ বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালায়। এ সময় ফ্যাক্টরির নিচতলা থেকে ৯ হাজার ২শ’ প্যাকেট জাল ব্যান্ডরোলসহ লতিফ বিড়ির প্যাকেট ও শাকিল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি করিমুল হাসান বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা শিওরদহ ক্যাম্পের এসআই দেবব্রত ঘোষ আটক আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে গত ১০ জুন আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

যশোরে প্রতিবন্ধী যুবককে গুমের অভিযোগ 

যশোর সদর উপজেলার কেফায়েত নগরের প্রতিবন্ধী এক যুবককে গুমের অভিযোগ উঠেছে শ্যামনগর গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা হলেন ওই গ্রামের শহিদ ইসলাম ও মাহিদ হোসেন। অভিযোগ করা হচ্ছে প্রতিবন্ধী খাইরুল ইসলামকে ঝিনাইদহের বারবাজারের মাছ বাজারে প্রথমে নিয়ে যান। পরে সেখান থেকে খাইরুলকে গুম করা হয়েছে। এ অভিযোগ এনে খাইরুলের বোন বিলকিস খাতুন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিলকিসের অভিযোগ, তার ছোট ভাই খাইরুলের ব্রেইনের সমস্যা রয়েছে। একাএকা চলা ফেরা করতে পারেনা। মানসিক প্রতিবন্ধী হওয়ায় সারাক্ষন বাড়িতেই থাকেন। শহিদ ও মাহিদ মাছের ব্যবসা করে। গত ৮ জুন কৌশলে মাছ বিক্রির কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে খাইরুলকে বারবাজার মাছ বাজারে নিয়ে যান তারা। এরপর থেকেই খাইরুলকে আর পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোজাখুজির করা হয়। পরে তারা জানতে পারেন শহিদ ও মহিদ তার ভাইকে গুম করে রেখেছে।  বাধ্য হয়ে তিনি ১৮ জুন থানায় অভিযোগ দেন।  এদিকে, অপর একটি সূত্র জানায় পূর্বশক্রতার জেরে এ ধরণের ঘটনা ঘটতে পারে। এরমধ্যে গোপন কিছু রহস্য রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

যশোরে জুম্মান হত্যা মামলার আসামি সন্ত্রাসী প্রিন্সের আদালতে আত্মসমর্পণ 

যশোরে জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী প্রিন্স বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। প্রিন্স যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার রিপনের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাতে যশোর রেল স্টেশনে ১৪ মামলার আসামি জুম্মানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই মামুন ১৩ জনের নাম উল্লেখ করে খুলনা রেলওয়ে থানায় মামলা করেন। প্রিন্স ওই মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন । বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।