
নতুন বলে তাসকিন-রিশাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্পতেই থেমে গেল আফগানিস্তান। শুরুটা ভালো করলেও রিশাদের ঘূর্ণি এবং তাসকিন-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১১৫ রান করে আফগানিস্তান।
আজ মঙ্গলবার (২৫ জুন) কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে থাকে আফগানিস্তান। যদিও তারা উইকেট ধরে রাখে। প্রথম ১০ ওভারে কোন উইকেট হারায়নি তারা। তবে ১০ ওভারের পর ম্যাচের চিত্র পরিবর্তন হয়ে যায়। রিশাদের ঘূর্ণি এবং তাসকিন-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে রান নিতেই বেগ পেতে হচ্ছিল আফগানদের।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান আসে গুরবাজের ব্যাট থেকে। তবে আফগানিস্তানের এই ওপেনার ৪৩ রান করেন ৫৫ বল খেলে। শেষ দিকে আফগান অধিনায়ক রশিদ খানের অপরাজিত ১৯ রানের ইনিংস তাদের একশ পার করতে সাহায্য করে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সকলেই এদিন ভালো বোলিং করেছেন। তবে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পিক-আপ বোলার ছিলেন রিশাদ হোসেন। এদিকে তাসকিন ৪ ওভারে এক মেইডেনে ১২ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। মোস্তাফিজও পেয়েছেন এক উইকেট।
উল্লেখ্য, অল্প রানে আফগানদের থামিয়ে এখন সেমির আশা জেগেছে বাংলাদেশের সামনেও। ১২.১ ওভারের মধ্যে যদি বাংলাদেশ এই লক্ষ্য করতে পারে, তবে টাইগাররাই সেমির টিকিট পাবে। এদিকে কিংসটনে শুরু হয়েছে বৃষ্টি।
স্পোর্টস ডেস্ক 






























