
নোয়াখালীর সেনবাগে সুইসাইড নোট লিখে কামাল উদ্দিন মজুমদার (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলার কেশারপাড় ইউনিয়নে মজুমদার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কামাল উদ্দিন মজুমদার কেশারপাড়ের সলিম উদ্দিন মজুমদারের ছেলে ও তিন সন্তানের জনক। সম্প্রতি তিনি হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ছিলেন।
খবর পেয়ে সেনবাগ থানার এসএই জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীতে মর্গে প্রেরণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীতে মর্গে প্রেরণ করেছে। মরদেহের পাশে অভাব অনটন এবং ঋণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছয় পৃষ্ঠা সুইসাইড নোট পাওয়া গেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী প্রতিনিধি 






































