
জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১ টায় উপজেলার পৌর এলাকার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। উদ্বোধনী খেলায় নিলক্ষিয়া ইউনিয়ন বনাম বাট্টাজোর ইউনিয়ন অংশ নেয়।
খেলায় বাট্টাজোর ইউনিয়ন নিলক্ষিয়া ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, পৌরমেয়র ফখরুজ্জামান মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল , মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, বাট্টাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান জুয়েল তালুকদার, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা,নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ প্রমূখ।
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি 







































