
৮৬ মিনিটের খেলা চলছে, স্কোরলাইন ০-০। টানা ২১ ম্যাচ পর জয়বঞ্চিত হওয়ার শঙ্কায় আর্জেন্টিনা। সেই মুহূর্তে একটি আক্রমণে উঠে কর্নার আদায় করে নিলো আলবিসেলেস্তেরা। কর্নার প্রান্ত থেকে লিওনেল মেসির নেওয়া গোলমুখী সরাসরি শট দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দিলেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ফের কর্নার পেলো আর্জেন্টিনা। এবার মেসির নেওয়া কর্নার কিক পেয়ে ব্রাভোকে পরাস্ত করলেন লাউতারো মার্টিনেজ। এগিয়ে যাওয়ার আনন্দে মেতে উঠলেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা। আজ কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা। এই জয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হলো আলবিসেলেস্তেদের।
২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর টানা সাফল্যে বিশ্বকাপ জিতে নেয় লিওনেল মেসিরা। বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত টানা ২২ ম্যাচে জয় পেলো লিওনেল স্কালোনির শিষ্যরা।
আজ নিউ জার্সিতে গ্রুপ পর্বের ম্যাচজুড়ে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ৬২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশে ২২টি শট নেয় মেসি-ডি মারিয়ারা। যার ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৩৮ শতাংশ বল পজেশনে রেখে ৩টি শটের সবকটি লক্ষ্যে রাখে চিলি। ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখালেও বারবার চিলির রক্ষণ এবং গোলবারের সামনে পরাস্ত হচ্ছিলো আর্জেন্টিনার আক্রমণ। শেষ মুহূর্তে ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় তুলে নেয় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ে আরেকটি গোল পেতে পারতো আর্জেন্টিনা। তবে মেসি-ডি মারিয়ার সহায়তায় গোলমুখে বল পেয়েও চিলিয়ান গোলরক্ষক ব্রাভোকে পরাস্ত করতে পারেননি লাউতারো।
কোপা আমেরিকার গ্রুপ পর্বে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। আগামী ৩০ জুন গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ হারলেও আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল যাত্রায় বাধা পড়বে না।
স্পোর্টস ডেস্ক 



















