মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে অ্যারিস্টোফুডের জমি দখলে মরিয়া একটি চক্র, থানায় অভিযোগ

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৭৩

যশোরের অ্যারিস্টোফুড এক্সপোর্টার লিমিটেডের জমি জোর করে দখলে নিতে  মরিয়া হয়ে উঠেছে একটি ভুমিদস্যু চক্র। প্রতিষ্ঠানের নিজ নামীয় সদর উপজেলার রামনগর ইউনিয়নের  ৫৯ শতক জমি স্থানীয়রা দখলের পায়তারা করছে। দিনরাত নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছেন তারা। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ওই সন্ত্রাসীচক্রের ভয়ে ওই জমিতে যেতে পারছেন না। কর্মকর্তা কর্মচারীদের দেখলেই নানা ধরণের ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মুনায়েম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু তাতেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

পরিচালক আব্দুল মুনায়েমের অভিযোগ, রামনগর মৌজায় জেএল নং-৮৪, খতিয়ান নং ৫৮৩,১৫৩৮.১৫৩৭ দাগ নাম্বার ৩২৮০,৩২৮১ ও ৩২৮৫ এ ৫৯.৫০ শতক জমি ২০১৭ সালের ১০ এপ্রিল ক্রয় করে এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেড। এরপর তারা পুরো জমি টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নেন। এছাড়া ওই জমিতে তারা পাঁকা ঘর তৈরী করে সেখানে জ¦ালানী গ্যাস ও সিলিন্ডারের ব্যবসা শুরু করে। এরমাঝে গত ২৫ এপ্রিল ওই জমির টিনের বেড়া সরিয়ে প্রাচীর দেয়ার কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। দুইদিন পর স্থানীয় একদল সন্ত্রাসী এসে কাজে বাধা দেয়। এমনকি তাদের রাজমিস্ত্রিকে মারপিট করে জখম করে। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সেখানে যেয়ে রাজমিস্ত্রিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন, এ ঘটনার নেপথ্যে রয়েছেন রাজারহাটের ইয়াসিন উদ্দীন চুন্নু নামের একজন। ওই চ্ন্নুুই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে তাদেরকাছে নানা ভাবে চাঁদাদাবি করে আসছেন। শুধুই তাই নয়, জাল একটি দলিল তৈরী করে ওই জমি তার বলে দাবি করছেন। এ নিয়ে বিভিন্ন সময় আদালতে ষড়যন্ত্রমূলক মামলা করে তাদের প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন করছেন। তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে নিয়ে বিষয়টি বেশকয়েকবার মিমাংসা করা হয়েছে। তারা এ চুন্নুকে প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু চুন্নু কারও কথায় শুনছেন না। নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছেন।  এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয়

প্রশাসনে কোন দলের লোক থাকবে না উপদেষ্টা রিজওয়ান হাসান

যশোরে অ্যারিস্টোফুডের জমি দখলে মরিয়া একটি চক্র, থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

যশোরের অ্যারিস্টোফুড এক্সপোর্টার লিমিটেডের জমি জোর করে দখলে নিতে  মরিয়া হয়ে উঠেছে একটি ভুমিদস্যু চক্র। প্রতিষ্ঠানের নিজ নামীয় সদর উপজেলার রামনগর ইউনিয়নের  ৫৯ শতক জমি স্থানীয়রা দখলের পায়তারা করছে। দিনরাত নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছেন তারা। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ওই সন্ত্রাসীচক্রের ভয়ে ওই জমিতে যেতে পারছেন না। কর্মকর্তা কর্মচারীদের দেখলেই নানা ধরণের ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মুনায়েম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু তাতেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

পরিচালক আব্দুল মুনায়েমের অভিযোগ, রামনগর মৌজায় জেএল নং-৮৪, খতিয়ান নং ৫৮৩,১৫৩৮.১৫৩৭ দাগ নাম্বার ৩২৮০,৩২৮১ ও ৩২৮৫ এ ৫৯.৫০ শতক জমি ২০১৭ সালের ১০ এপ্রিল ক্রয় করে এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেড। এরপর তারা পুরো জমি টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নেন। এছাড়া ওই জমিতে তারা পাঁকা ঘর তৈরী করে সেখানে জ¦ালানী গ্যাস ও সিলিন্ডারের ব্যবসা শুরু করে। এরমাঝে গত ২৫ এপ্রিল ওই জমির টিনের বেড়া সরিয়ে প্রাচীর দেয়ার কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। দুইদিন পর স্থানীয় একদল সন্ত্রাসী এসে কাজে বাধা দেয়। এমনকি তাদের রাজমিস্ত্রিকে মারপিট করে জখম করে। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সেখানে যেয়ে রাজমিস্ত্রিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন, এ ঘটনার নেপথ্যে রয়েছেন রাজারহাটের ইয়াসিন উদ্দীন চুন্নু নামের একজন। ওই চ্ন্নুুই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে তাদেরকাছে নানা ভাবে চাঁদাদাবি করে আসছেন। শুধুই তাই নয়, জাল একটি দলিল তৈরী করে ওই জমি তার বলে দাবি করছেন। এ নিয়ে বিভিন্ন সময় আদালতে ষড়যন্ত্রমূলক মামলা করে তাদের প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন করছেন। তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে নিয়ে বিষয়টি বেশকয়েকবার মিমাংসা করা হয়েছে। তারা এ চুন্নুকে প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু চুন্নু কারও কথায় শুনছেন না। নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছেন।  এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।