
বগুড়া সারিয়াকান্দিতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে জনি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা। জনি উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিজ কর্ণিবাড়ী ইউনিয়নের হান্নান প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনি আক্তার বাড়ির পাশের মাঠে ছাগল বেঁধে রেখেছিলেন। শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি শুরু হওয়ায় জনি আক্তার ছাগল আনতে মাঠে যান। দুপুর ২টার সময় বজ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে যান। এরপর গ্রামের ডাক্তারের পরামর্শে জনি আক্তারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি 






































