
মেহেরপুরে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার ভোর ৫টার দিকে জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলিমের ছেলে সুমন হোসেন (৩৮), একই গ্রামের ওয়াজেদুল ইসলামের ছেলে চাঁদ আলী (৩৭), হামিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭) ও মৃত আরশাদ আলীর ছেলে আল আমিন (৫০)।
মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল আলম আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, দারিয়াপুর গ্রামের ঘোষপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সাহেব আলী, এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ সুমন, চাঁদ আলী, ফারুক ও আল আমিন নামের চারজনকে আটক করা হয়। আটকরা সবাই দীর্ঘ বছর ধরে মাদক কারবারি কাজের সাথে জড়িত।
আটকদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি 







































