
বাগেরহাটের শরণখোলায় USAID- প্রতিবেশ ক্রাইসিস মডিফায়ার ফান্ডের সহযোগিতায় শরণখোলা সহ ব্যবস্থাপনা সংগঠন, শরণখোলা রেঞ্জের ভিসিএফ সদস্যদের মধ্যে ২ দফায় মোট ৮৯৬ জন সদস্যকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সহায়তা নিরাপদ খাবার পানি, হাইজি কিট এবং একটি করে রিচার্জ্যাবল সোলার চাজার লাইট প্রদান করা হয়।
প্রতিনিধি (শরণখোলা) বাগেরহাট 







































