
যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ চলছে। দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকেই টানা বৃষ্টিপাত উপেক্ষা করে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চসজ্জার কাজ করে।
আজ বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথি রয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি রয়েছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা যুবদলের সভাপতি এম.তমাল আহমেদসহ বিএনপি নেতৃবৃন্দ।
যশোর প্রতিনিধি 







































