
মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আজমাইল ইফতেদার গালিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত গালিফ উপজেলার গোবিন্দনগর গ্রামের রেজাউল করিমের ছেলে। ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে।
জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টায় মামা মো. আরিফের বাড়ির পেছনে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নদীতে পড়ে ভেসে যায় শিশু গালিফ। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মো. আরিফ জানান, তার ভাগ্নে গালিফ নদীর স্রোতে কিছুদূর ভেসে গিয়েছিল। দ্রুত উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাটোর প্রতিনিধি 







































