
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি, সাধারণ শিক্ষক সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, অ়ভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, দাতা সদস্য ও সদস্য সচিবদের সমন্বয়ে কমিটি গঠনের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ২ বছরের রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার মুন্সীগঞ্জসহ সংশ্লিষ্ট দফতর বরাবর পাঠানো হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার জারীকৃত প্রজ্ঞাপনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস,আর,ও নং-৯৯-আইন/২০০৯ এর প্রবিধান ৭ এবং ৮ মোতাবেক বিদ্যালয়টির নির্বাচিত সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচলনা পর্ষদের প্রথম সভার তারিখ থেকে ২ বছর পর্যন্ত বলবৎ থাকবে এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে প্রথম সভার করে সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করার জন্য বলা কয়।
উল্লেখ্য, রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাইদ। বিদ্যালয়টির অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচনে সাধারণ পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত হন, মোঃ রাকিব খান, মোঃ সোহেল রানা, আসলাম খান ও মনির হোসাইন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন মারিয়া আক্তার। সাধারণ শিক্ষক সদস্য হন, সঞ্জয় কুমার দাস ও মিজানুর রহমান ভূইয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হন, শিল্পী আক্তার, দাতা সদস্য হন মোঃ দুলাল হোসেন।
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 























