রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

ছবি- সংগৃহীত

মানিকগঞ্জে  একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে একশত বিশ টাকা। বন্যা, বৃষ্টি ও বর্ডার বন্ধকে দুষছেন বিক্রেতার।

শনিবার (১৩ জুলাই) মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে চারশত টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করতে দেখে গেছে।

জানা গেছে, শুক্রবারও কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি দুইশত আশি টাকা। এক দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১২০ টাকা।

বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে বিশ বছর ধরে কাঁচামালের দোকান করেন আব্দুর রশিদ। তিনি বলেন একদিনের ব্যবধানেই কাঁচামরিচের দাম বেড়ে গেছে। আমরা ৩৬০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনে আনছি। খুচরা বাজারে প্রতি কেজি চারশত টাকা দরে বিক্রি করছি। শুনেছি বর্ডার নাকি একদিন বন্ধ থাকে এজন্য দাম বেড়েছে।

কাঁচামালের বিক্রেতা আলমগীর হোসেন জানান, ৩৬০ টাকা দরে পাইকারি কিনতে হচ্ছে। বাজারে সে মরিচ আমরা ৪০০টাকা দরে বিক্রি করছি। খরা ও বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়েছে।

সামাদ আলী বলেন, পাইকারি বাজার থেকে ১৮০০ শত টাকা দিয়ে এক পাল্লা কাঁচামরিচ কিনতে হচ্ছে। এত দাম দিয়ে কিনে সেটা ৪০০টাকা কেজি বিক্রি করেও লসে আছি।

কাঁচামরিচ কিনতে এসে হতভম্ব মজিদ মিয়া। তিনি বলেন দুইদিন আগেও ৭০টাকা দিয়ে একপোয়া কাঁচামরিচ কিনেছি। আজ ১০০টাকা চাচ্ছে।

পাইকারি আড়তদার আলাল উদ্দিন বলেন, টানা বৃষ্টি, বন্যা ও এলসির মাল ঠিক মতো না আসার কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কাঁচাবাজারে আমরা নজর রাখছি। কোন কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

যশোরে সকালের বার্তা পত্রিকার প্রকাশনা উদ্বোধন

মানিকগঞ্জে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

প্রকাশের সময় : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

মানিকগঞ্জে  একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে একশত বিশ টাকা। বন্যা, বৃষ্টি ও বর্ডার বন্ধকে দুষছেন বিক্রেতার।

শনিবার (১৩ জুলাই) মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে চারশত টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করতে দেখে গেছে।

জানা গেছে, শুক্রবারও কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি দুইশত আশি টাকা। এক দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১২০ টাকা।

বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে বিশ বছর ধরে কাঁচামালের দোকান করেন আব্দুর রশিদ। তিনি বলেন একদিনের ব্যবধানেই কাঁচামরিচের দাম বেড়ে গেছে। আমরা ৩৬০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনে আনছি। খুচরা বাজারে প্রতি কেজি চারশত টাকা দরে বিক্রি করছি। শুনেছি বর্ডার নাকি একদিন বন্ধ থাকে এজন্য দাম বেড়েছে।

কাঁচামালের বিক্রেতা আলমগীর হোসেন জানান, ৩৬০ টাকা দরে পাইকারি কিনতে হচ্ছে। বাজারে সে মরিচ আমরা ৪০০টাকা দরে বিক্রি করছি। খরা ও বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়েছে।

সামাদ আলী বলেন, পাইকারি বাজার থেকে ১৮০০ শত টাকা দিয়ে এক পাল্লা কাঁচামরিচ কিনতে হচ্ছে। এত দাম দিয়ে কিনে সেটা ৪০০টাকা কেজি বিক্রি করেও লসে আছি।

কাঁচামরিচ কিনতে এসে হতভম্ব মজিদ মিয়া। তিনি বলেন দুইদিন আগেও ৭০টাকা দিয়ে একপোয়া কাঁচামরিচ কিনেছি। আজ ১০০টাকা চাচ্ছে।

পাইকারি আড়তদার আলাল উদ্দিন বলেন, টানা বৃষ্টি, বন্যা ও এলসির মাল ঠিক মতো না আসার কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কাঁচাবাজারে আমরা নজর রাখছি। কোন কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে।