বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলেন ৪০০ কোটির সেই পিয়ন

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন ৪০০ কোটি টাকার মালিক বনে যাওয়া আলোচিত সেই জাহাঙ্গীর আলম। এক মাস আগেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সোমবার (১৫ জুলাই) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন তার ভাগিনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন।

দ্বিতীয় স্ত্রী কামরুন নাহার ও দুই সন্তানকে নিয়ে কোরবানির ঈদের একদিন পরই আমেরিকায় যান জাহাঙ্গীর আলম।

মাসুদুর রহমান শিপন জানান, তার মামার দুই ছেলে ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। স্কুলের সেশন জুন টু জুন। তাই স্কুল বন্ধ থাকায় মামা তাদের নিয়ে আমেরিকায় বেড়াতে গেছেন। রোববার (১৪ জুলাই) আসার কথা ছিলো। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় আসতে পারেননি। তবে দ্রুত চলে আসবেন তিনি।

এ বিষয়ে নিশ্চিত হতে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। মোবাইলে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও কোনো উত্তর দেননি তিনি। তবে জাহাঙ্গীর আলম ‘বিবিসি বাংলা’কে বলেছেন- তিনি মনে করেন না যে প্রধানমন্ত্রী তাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, ‘আমার পুরো বংশেরও মিলেও তো এতো টাকা হবে না। আর আমার কী আছে তাতো ট্যাক্স ফাইলেও উল্লেখ করেছি। আমি দুর্নীতি করিনি।’

‘বিবিসি বাংলা’র ওই একই প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, একটি পিয়ন বা ব্যক্তিগত সহকারীর চারশো কোটি টাকা হবে- এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না এবং সে কারণে কমিশন এটি যাচাই বাছাই করে দেখতে পারে।

এর আগে গত রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তার বাসার সাবেক এক পিয়নের অর্থসম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানালো এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’

এদিকে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে তাদের হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলেন ৪০০ কোটির সেই পিয়ন

প্রকাশের সময় : ০২:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন ৪০০ কোটি টাকার মালিক বনে যাওয়া আলোচিত সেই জাহাঙ্গীর আলম। এক মাস আগেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সোমবার (১৫ জুলাই) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন তার ভাগিনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন।

দ্বিতীয় স্ত্রী কামরুন নাহার ও দুই সন্তানকে নিয়ে কোরবানির ঈদের একদিন পরই আমেরিকায় যান জাহাঙ্গীর আলম।

মাসুদুর রহমান শিপন জানান, তার মামার দুই ছেলে ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। স্কুলের সেশন জুন টু জুন। তাই স্কুল বন্ধ থাকায় মামা তাদের নিয়ে আমেরিকায় বেড়াতে গেছেন। রোববার (১৪ জুলাই) আসার কথা ছিলো। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় আসতে পারেননি। তবে দ্রুত চলে আসবেন তিনি।

এ বিষয়ে নিশ্চিত হতে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। মোবাইলে এসএমএস ও হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও কোনো উত্তর দেননি তিনি। তবে জাহাঙ্গীর আলম ‘বিবিসি বাংলা’কে বলেছেন- তিনি মনে করেন না যে প্রধানমন্ত্রী তাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, ‘আমার পুরো বংশেরও মিলেও তো এতো টাকা হবে না। আর আমার কী আছে তাতো ট্যাক্স ফাইলেও উল্লেখ করেছি। আমি দুর্নীতি করিনি।’

‘বিবিসি বাংলা’র ওই একই প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, একটি পিয়ন বা ব্যক্তিগত সহকারীর চারশো কোটি টাকা হবে- এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না এবং সে কারণে কমিশন এটি যাচাই বাছাই করে দেখতে পারে।

এর আগে গত রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তার বাসার সাবেক এক পিয়নের অর্থসম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানালো এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’

এদিকে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে তাদের হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।