
প্রতিবছরের মতো এবারও আইএফআইসি ব্যাংক দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর শাখায় মৌসুমী ফল নিয়ে আয়োজিত মধুমাস ২০২৪ অনুষ্ঠানের আয়োজন করেছে। সারাদেশের মতো বিভিন্ন শাখা গুলোতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশীয় বিভিন্ন মৌসুমী ফল নিয়ে আয়োজিত এই মধুমাস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় আইএফআইসি ব্যাংকে আয়োজন করা হয় আলোচনা সভা ও ফল দিয়ে আপ্যায়নের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক আগানগর শাখার ব্যবস্থাপক এস এম সাকির ইমরান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী যুবলীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা সভাপতি ও কেরানীগঞ্জ সিট মার্কেট সমিতির সভাপতি মাহমুদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক কেরানীগঞ্জ শাখা ব্যবস্থাপক রাশেদ আহমেদ, কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ইঞ্জিনিয়ার জুলফিকার, আইএফআইসি ব্যাংক আগানগর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার সুমাইয়া পারভিন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অলিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ খান, চলচ্চিত্র প্রযোজক আলিনুর আসিফ ভুঁইয়ান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত মধুমাস ফল উৎসবে আগানগর এলাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে অতিথিদের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করানো হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ আলম বলেন, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি যেখানে হারিয়ে যাওয়ার পথে, সেখানে আইএফআইসি ব্যাংক বাঙালি সাংস্কৃতিকে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য এই সুন্দর আয়োজন করেছেন। আইএফআইসি ব্যাংক আগানগর শাখা যে মৌসুমী ফল দিয়ে যে মধুমাস উৎসবের আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এই ধরনের অনুষ্ঠান ধারাবাহিকভাবে করার আহবান জানান ।তিনি আইএফআইসি ব্যাংকের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 







































