বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপন

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ কোমলমতি শিশুদের হাতে “হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের” উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ এবং বৃক্ষ রোপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভুইঁয়া। হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সভাপতি হুমায়ুন কবির মুন্নার সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সেবা সংগঠন এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইদ্রিস আলী, ঝিকরগাছা থানার এস আই মোখলেছুজ্জামান এবং এস আই সুমন কুমার বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবসভ্যতা টিকিয়ে রাখার জন্যই বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেই গাছ পরিচর্যা করতে হবে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের নিজের লাগানো গাছের সাথে সাথে অন্যদের লাগানো গাছেরও যত্ন নিতে বলেন। অনুষ্ঠানে হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, সহ সভাপতি খোরশেদ আলী, প্রচার সম্পাদক রাকিব হাসান, রুমন হাসান, সিনিয়র সদস্য ইসলাম আলী, হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা মিলে স্কুল প্রাঙ্গণে একটি হাড়িভাঙা আমের চারা রোপনের মধ্যে দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
জনপ্রিয়

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব

হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপন

প্রকাশের সময় : ০৭:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ কোমলমতি শিশুদের হাতে “হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের” উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ এবং বৃক্ষ রোপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভুইঁয়া। হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সভাপতি হুমায়ুন কবির মুন্নার সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সেবা সংগঠন এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইদ্রিস আলী, ঝিকরগাছা থানার এস আই মোখলেছুজ্জামান এবং এস আই সুমন কুমার বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবসভ্যতা টিকিয়ে রাখার জন্যই বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেই গাছ পরিচর্যা করতে হবে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের নিজের লাগানো গাছের সাথে সাথে অন্যদের লাগানো গাছেরও যত্ন নিতে বলেন। অনুষ্ঠানে হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, সহ সভাপতি খোরশেদ আলী, প্রচার সম্পাদক রাকিব হাসান, রুমন হাসান, সিনিয়র সদস্য ইসলাম আলী, হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা মিলে স্কুল প্রাঙ্গণে একটি হাড়িভাঙা আমের চারা রোপনের মধ্যে দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।