সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষ ব্যান্ড মাইলস’র জনপ্রিয় তারকা শাফিন আর নেই

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ৮৫

দেশের শীর্ষ ব্যান্ড মাইলস এর জনপ্রিয় তারকা শাফিন আহমেদ আর নেই। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হামিন আহমেদ বলেন, ‘২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শোটা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে আর ফেরানো গেল না।’

হামিন আরো জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এর পর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের লাশ দেশে ফেরানো হবে।

শাফিন আহমেদ কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম।

তিনি ২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন তিনি। নতুন এই দলে তার সাথে যোগ দেন ওয়াসিউন (গীটার), শাহিন(গীটার), সুমন(কি-বোর্ড), উজ্জ্বল(পার্কিশন), শামস(বেজ গিটার) এবং রূমি(ড্রামস)। কিন্তু একই বছরের শেষেরদিকে শাফিন আহমেদ আবারো মাইলসে ফিরে আসেন।

সংগীতচর্চার পাশাপাশি একজন রাজনীতিবিদও ছিলেন শাফিন আহমেদ। ২০২১ সালে তিনি জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছিলেন শাফিন আহমেদ। তবে, ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

জনপ্রিয়

যশোরে ছুরিকাঘাতে দুই যুবক জখম

শীর্ষ ব্যান্ড মাইলস’র জনপ্রিয় তারকা শাফিন আর নেই

প্রকাশের সময় : ১০:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

দেশের শীর্ষ ব্যান্ড মাইলস এর জনপ্রিয় তারকা শাফিন আহমেদ আর নেই। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হামিন আহমেদ বলেন, ‘২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শোটা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে আর ফেরানো গেল না।’

হামিন আরো জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এর পর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের লাশ দেশে ফেরানো হবে।

শাফিন আহমেদ কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম।

তিনি ২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন তিনি। নতুন এই দলে তার সাথে যোগ দেন ওয়াসিউন (গীটার), শাহিন(গীটার), সুমন(কি-বোর্ড), উজ্জ্বল(পার্কিশন), শামস(বেজ গিটার) এবং রূমি(ড্রামস)। কিন্তু একই বছরের শেষেরদিকে শাফিন আহমেদ আবারো মাইলসে ফিরে আসেন।

সংগীতচর্চার পাশাপাশি একজন রাজনীতিবিদও ছিলেন শাফিন আহমেদ। ২০২১ সালে তিনি জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছিলেন শাফিন আহমেদ। তবে, ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।