
আন্দোলন মোকাবিলায় ব্যর্থ ও নিষ্ক্রিয়তার দায়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধিভুক্ত তিন থানার বিভিন্ন ওয়ার্ডের মোট ২৭টি কমিটি ভেঙে দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ ঘণ্টাব্যাপী এ সভা চলে। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সভা শেষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের স্থানীয় কার্যালয়ে হামলা হয়৷ এ সময় দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি৷ এমনকি দলীয় নির্দেশ থাকলেও ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের অবস্থান দেখা যায়নি৷ সাংগঠনিক দূর্বলতায় সরকার বিরোধীরা আধিপত্যের সুযোগ পেয়েছিলেন বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এমনকি সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকেরা আন্দোলন মোকাবিলায় সরাসরি অংশ নেননি বলেও অভিযোগ ওঠে।
ঢাকা ব্যুরো।। 







































