মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নেতার ছেলে নাশকতার মামলায় গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

কুষ্টিয়ায় নাশকতার মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মেহেদি হাসান জিকুকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। জিকু কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানের ছেলে।

গত ১৭ জুলাই বিকেলে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালীন যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, মেহেদি হাসান জিকু কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা। গত ১৭ জুলাই চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালীন নাশকতার ঘটনায় জড়িত ছিল। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ১৮ জুলাই তার বিরুদ্ধে মামলা করা হলে ২৫ জুলাই সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

আ.লীগ নেতার ছেলে নাশকতার মামলায় গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কুষ্টিয়ায় নাশকতার মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মেহেদি হাসান জিকুকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। জিকু কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানের ছেলে।

গত ১৭ জুলাই বিকেলে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালীন যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, মেহেদি হাসান জিকু কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার বাসিন্দা। গত ১৭ জুলাই চৌড়হাস ফুলতলা মোড় এলাকায় কোটা আন্দোলন চলাকালীন নাশকতার ঘটনায় জড়িত ছিল। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ১৮ জুলাই তার বিরুদ্ধে মামলা করা হলে ২৫ জুলাই সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।