
ট্রাকের ধাক্কায় নাসির উদ্দিন (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত অটোরিকশায় থাকা চার শিশুসহ নয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরে এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন, গোলাম রসুল (৫০), মনিরা (৬), জোসনা (৪০), সাদিয়া (২), শাম্মি (৩০), খাদিজা (৯) ও শিলা (৩৫)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনরা জানান, সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামে একটি ফাতেহার দাওয়াত (কুলখানি) খেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন চালকসহ ১০ জন। পথিমধ্যে ঝিনাইদহ শহরের যুবউন্নয়ন অফিসের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে গিয়ে চালকসহ যাত্রীরা আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চালক নাসির উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন সুলতানা গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আসার আগেই অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আহতদের অধিকাংশেরই মাথায় আঘাত রয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি 
























