
জামালপুরের বকশীগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে বীনা উপ কেন্দ্র জামালপুর কর্তৃক বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহয়তায়
সরকারি টেক্সটাইল ভকেশনাল হল রুমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং স্বল্পজীবনকালীন আমন ধানের জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলা কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের বীনা উপ কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে উক্ত কৃষক প্রশিক্ষণে ভার্চূয়ালি বক্তব্য রাখেন বীনার মহাপরিচালক ড.মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড.মোঃ শহিদুল ইসলাম, উপ প্রকল্প পরিচারক ডা. মোঃ কামারুজ্জামান, জেলা ট্রেনিং অফিসার কৃষিবীদ পিকন কুমার সাহা, বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুর ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বিনা উদ্ভাবিত আমন ধানের জাত সূমহের চাষাবাদ পদ্ধতি, রোগ দমনের করনীয় এবং সার ও কীটনাশক বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর)।। 







































