বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি হচ্ছেন মো. আশফাকুল ইসলাম, ৫ বিচারপতি পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে পদত্যাগ করছেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি।
উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা প্রধান বিচারপতিকে আজ দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয়। পরে বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হন। একই দাবিতে আইনজীবীরাও বিক্ষোভ করেন।
বিচারপতি আশফাকুল ইসলাম ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী নিযুক্ত হন। এরপর ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন আশফাকুল ইসলাম। এরপর ২০০৫ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
বিচারপতি আশফাকুল ইসলাম আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয়

রাজস্থলীতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত 

প্রধান বিচারপতি হচ্ছেন মো. আশফাকুল ইসলাম, ৫ বিচারপতি পদত্যাগ

প্রকাশের সময় : ০৪:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে পদত্যাগ করছেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি।
উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা প্রধান বিচারপতিকে আজ দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয়। পরে বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হন। একই দাবিতে আইনজীবীরাও বিক্ষোভ করেন।
বিচারপতি আশফাকুল ইসলাম ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী নিযুক্ত হন। এরপর ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন আশফাকুল ইসলাম। এরপর ২০০৫ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
বিচারপতি আশফাকুল ইসলাম আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।