বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- উত্তর কলাবাগান এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় নৌকায় এসে একটি বজ্রপাত পড়ে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের

প্রকাশের সময় : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- উত্তর কলাবাগান এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় নৌকায় এসে একটি বজ্রপাত পড়ে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন।