
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ জামাল উদ্দিনসহ ওই বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলমগীর ও দাদনের পদত্যাগ ও অপর শিক্ষক আঃ হালিমের বহিস্কারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার ( ১৭ আগষ্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই বিদ্যালয়ের সামনে ঢাকা মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয় ক্যাম্পাস পদক্ষিন করে পূনরায় মহাসড়কে এসে মিছিলটি শেষ করে। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তরা ওই ৪ শিক্ষকের পদত্যাগ এক শিক্ষকের বহিস্কারসহ ১১ দফা দাবী উপস্থাপন করেন।
এ সময় মানববন্ধনকারীরা অধ্যক্ষসহ অভিযুক্ত শিক্ষকদের বিভিন্ন দূর্নীতি ও অণিয়মের চিত্র তুলে ধরে তাদের বিদ্যালয় হতে পদত্যাগের দাবী জানান।
মানববন্ধনে এসময় এডভোকেট মোঃ দেলোয়ার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নাসির খান, উইলস লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল আঃ মতিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট মোঃ সোহেল হোসেন, মনির হোসেন, মাহফুজুর রহমান, শান্ত খান, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মোহন মোড়ল, হাসাড়া ইউনিয়ন ৫নং ইউপি সদস্য নুর ইসলাম, অভিবাবক ডাঃ খোরশেদ আলম, রওশন আরা, আবুল শেখ, ওই বিদ্যালয়ের শিক্ষক ফাহিমা আক্তার প্রমূখ।
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 







































