
জয়পুরহাটের ক্ষেতলালে ধান বিক্রি করতে আসার সময় ট্রাকের ধাক্কায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়ে। নিহত ওই কৃষকের নাম রফিকুল ইসলাম সোনার (৪৫)। সে কালাই উপজেলার তালোড়া বাইগুনি গ্রামের মৃত জয়লাল সোনারের ছেলে।
১৮ (আগস্ট) রবিবার সকাল সাড়ে আটটার সময় ক্ষেতলালের নিশ্চিন্তা-ইটাখোলা রাস্তার মুন্দাইল মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ওই কৃষক ধান বোঝাই ব্যাটারি চালিত আটো ভ্যান নিয়ে ইটাখোলা বাজারের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে মুন্দাইল মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার অটো ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রফিকুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বগুড়া যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
এর পূর্বে রফিকুল ইসলাম সোনার সকাল ৮টার দিকে ধান বিক্রির উদ্দেশ্যে কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে যান। সেখানে তিনি ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হয়ে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের উদ্দেশ্যে ধান বোঝাই ব্যাটারি চালিত আটো ভ্যান নিয়ে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় রফিকুল ইসলাম সোনারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় ঘটনাস্থল থেকে চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 






























