
একটি হত্যা মামলায় ঠাকুরগাঁও পৌরসভার সদ্য সাবেক মেয়র ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে আদালতে নেওয়ার সময় জনগণ তার ওপর ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মেয়র বন্যাকে নেয়ার সময় এই ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, দুপুরের দিকে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে আদালতে নেয় পুলিশ। ঐ সময় উৎসুক জনতা মেয়রকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে। এছাড়াও সেসময় সাবেক মেয়র বন্যাকে উদ্দেশ্যে করে ভূয়া, দুর্নীতিবাজ বলে ¯েøাগান দিতে থাকে জনগণ।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, সাবেক মেয়র বন্যা অনেক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। সে আমাদের পৌরবাসীর ওপর নানা ধরনের অত্যাচার চালিয়েছেন। তিনি পৌরসভার কোন উন্নয়ন না করে নিজের উন্নয়ন করেছেন। আমরা তার সঠিক বিচার চাই।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, বুধবার (২১ আগস্ট) ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ঠাকুরগাঁওয়ের আরাজি পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে জাকির হোসন।
মামলায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামী করে ও ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞান ২০০ জনকে আসামী করা হয়। এই হত্যা মামলার ৩৭ নম্বর আসামী ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।
তিনি বলেন, মামলা দায়ের হওয়ার পরপরই পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে গোপনে খবর পাওয়া যায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা শাহজাহানের বাড়িতে আত্মগোপনে রয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। পরে ঐ বাড়িতে যৌথ অভিযান চালিয়ে সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে। এসময় পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
ঐ আদালতের বিচারক নিত্যানন্দ সরকার ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন এবং রিমান্ডের শুনানি আগামী ২৫ আগস্ট ধার্য করেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি 




































