
রাজবাড়ী বালিয়াকান্দিতে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি সাংবাদিক এসএম রাহাত হোসেন ফারুকের অকাল মৃত্যুতে স্বরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) বাদ জুম্মা উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অডিটোরিয়াম হল এসভা অনুষ্ঠিত হয়েছে। এতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো, রফিকুল ইসলাম, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র শিল চন্দন, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন,কালুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চ্যানেল ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান প্রমুখ।
বক্তারা সাংবাদিক ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার সাথে কাজের স্মৃতিচারন করেন। পরে তার রূহের মাগফেরাত ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 





































