শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ ৫ কোটি টাকার মালামাল জব্দ

ছবি-সংগৃহীত

পাঁচ কোটি টাকার ক্রিস্টাল আইসসহ নানা ধরনের ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা শ্যামনগরের নীলডুমুর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব মালামাল জব্দ করে।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ১৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার। এর আগে বুধবার দিনগত রাতে শ্যামনগরের কালিগঞ্জ সীমান্ত থেকে এসব মালামাল উদ্ধার করেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের সদস্যরা।

জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানায় বিজিবি।

নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মালামাল আসছে। এরপর বুধবার গভীর রাতে নীলডুমুর বিজিবি-১৭ ব্যাটালিয়ন সদস্যরা শ্যামনগর কালিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ক্রিস্টাল মেথ আইস এক কেজি, ভারতীয় ফেন্সিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় শাড়ী ৬ পিস, শাখা ১৩ জোড়া, সিঁদুর ১২ পিস, ইমিটেশনের চেইন ১০০ পিস জব্দ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, আটক মালামালের আনুমানিক মূল্য পাঁচ কোটি এক লাখ সাত হাজার টাকা হতে পারে। পরে জব্দ এসব মালামাল শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুলি-শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ ৫ কোটি টাকার মালামাল জব্দ

প্রকাশের সময় : ১২:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

পাঁচ কোটি টাকার ক্রিস্টাল আইসসহ নানা ধরনের ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা শ্যামনগরের নীলডুমুর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব মালামাল জব্দ করে।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ১৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার। এর আগে বুধবার দিনগত রাতে শ্যামনগরের কালিগঞ্জ সীমান্ত থেকে এসব মালামাল উদ্ধার করেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের সদস্যরা।

জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানায় বিজিবি।

নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মালামাল আসছে। এরপর বুধবার গভীর রাতে নীলডুমুর বিজিবি-১৭ ব্যাটালিয়ন সদস্যরা শ্যামনগর কালিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ক্রিস্টাল মেথ আইস এক কেজি, ভারতীয় ফেন্সিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় শাড়ী ৬ পিস, শাখা ১৩ জোড়া, সিঁদুর ১২ পিস, ইমিটেশনের চেইন ১০০ পিস জব্দ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, আটক মালামালের আনুমানিক মূল্য পাঁচ কোটি এক লাখ সাত হাজার টাকা হতে পারে। পরে জব্দ এসব মালামাল শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।