
একটি স্পিনার প্রজাতির ডলফিন কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলে মৃত অবস্থায় ভেসে এসেছে। সমুদ্র সৈকত থেকে মৃত স্পিনার ডলফিনটি উদ্ধার করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় জোয়ারের সময় সোনারপাড়া সমুদ্র সৈকতে মৃত অবস্থায় ডলফিনটি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
তিনি জানান, মৃত স্পিনার প্রজাতির ডলফিনটি বর্তমানে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হয়েছে। মৃত্যু কারণ নির্ধারণে এটি নিয়ে কাজ চলছে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দফায় দফায় বেশকিছু মৃত ডলফিন ও কাছিম ভেসে এসেছিল সমুদ্র সৈকতে।
কক্সবাজার প্রতিনিধি 







































