
রাজবাড়ী বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওন্ড ওয়াটার ম্যানেজম্যান্ট প্রকল্প (সিএসএব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ৩দিন ব্যপি ক্লাইমেট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকলে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে প্রথমে র ্যালি বের হয় পরে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো শহিদুল ইসলাম। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভাড়প্রাপ্ত) মো হাসিবুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা কৃষি দপ্তরের প্রশিক্ষক কৃষিবিদ গোলাম রসূল,আবাসিক মেডিকেল অফিসার ডা সজল সোম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মানবেন্দ্র মুজমদার,মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, ওসি মো আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু প্রমুখ। আলোচনা শেষে বক্তরা বিভিন্ন স্টল প্রদর্শন করেন।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































