বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর পর কেরাণীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতের কর্মী সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন হয়েছে।

১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। জনগণের টাকা হরণ করে বিদেশে বাড়ি নির্মাণ করেছে। বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগ বাংলাদেশের ব্যাংক গুলোকে লুট করে নিঃস্ব করে দিয়েছে। জনগন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি আজ কেরানীগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন আল্লার জমিনে,আল্লার দিন কেপ্রতিষ্ঠা করতে হলে দিনকে প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেয়া সংবিধান আল কোরআন কে বুকে ধারন করে আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। তিনি আগামীর রাষ্ট্রে ইসলামী সঠিক সমাজ এই বাংলাদেশ কারো দয়ার দান নয় বলে গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার  দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে শত শত জামায়াতে নেতা কর্মীরা মিছিল নিয়ে কর্মী সমাবেশে  যোগদান করেন। সভাপতিত্ব করেন  দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতের আমির  আব্দুর রাজ্জাক মন্ডল।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম, জেলা দক্ষিণ সেক্রেটারি হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মীর আতাউর রহমান, মাওলানা মোহাম্মদ ইসমাইল, আব্দুর রহিম মজুমদার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান, দক্ষিণ থানা জামায়াতে সহঃ সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, জেলা মজলিশে শুরা সদস্য আব্দুর রব,দ: থানা সেক্রেটারী আহমদ আলী সরদারসহ থানা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

১৭ বছর পর কেরাণীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন হয়েছে।

১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। জনগণের টাকা হরণ করে বিদেশে বাড়ি নির্মাণ করেছে। বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগ বাংলাদেশের ব্যাংক গুলোকে লুট করে নিঃস্ব করে দিয়েছে। জনগন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি আজ কেরানীগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন আল্লার জমিনে,আল্লার দিন কেপ্রতিষ্ঠা করতে হলে দিনকে প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেয়া সংবিধান আল কোরআন কে বুকে ধারন করে আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। তিনি আগামীর রাষ্ট্রে ইসলামী সঠিক সমাজ এই বাংলাদেশ কারো দয়ার দান নয় বলে গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার  দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে শত শত জামায়াতে নেতা কর্মীরা মিছিল নিয়ে কর্মী সমাবেশে  যোগদান করেন। সভাপতিত্ব করেন  দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতের আমির  আব্দুর রাজ্জাক মন্ডল।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম, জেলা দক্ষিণ সেক্রেটারি হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মীর আতাউর রহমান, মাওলানা মোহাম্মদ ইসমাইল, আব্দুর রহিম মজুমদার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান, দক্ষিণ থানা জামায়াতে সহঃ সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, জেলা মজলিশে শুরা সদস্য আব্দুর রব,দ: থানা সেক্রেটারী আহমদ আলী সরদারসহ থানা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।