শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ জন নিহত

ছবি-সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০-এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাহ ক্যাম্প-৪ এর রহমত উল্লাহ ও ক্যাম্প-২০ ইমাম হোসেন। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি জানান, বুধবার ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এলাকায় সন্ত্রাসীরা একযোগে এ হত্যাকাণ্ড চালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ জন নিহত

প্রকাশের সময় : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০-এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাহ ক্যাম্প-৪ এর রহমত উল্লাহ ও ক্যাম্প-২০ ইমাম হোসেন। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি জানান, বুধবার ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এলাকায় সন্ত্রাসীরা একযোগে এ হত্যাকাণ্ড চালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।