
গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বিগবস কারখানায় আগুন দিয়েছেন বেক্সিমকো গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পথে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের গাড়ি ভাঙচুর করেছেন। ফলে তারা ঘটনাস্থলে ঢুকতে পারেনি। বেলা ১১টার দিকে লাগা আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা রাস্তাও অবরোধ করে রাখে। বেলা সাড়ে ১১টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগবস নামে কারখানায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়ে রেখেছে। এখন পর্যন্ত আগুন জ্বলছে।
গাজিপুর প্রতিনিধি।। 







































