
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও এক কর্মচারীকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে রাজ্জাকসহ অজ্ঞাত আরো কয়েক জনের বিরুদ্ধে।
এই ঘটনায় ০৪ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করে ভুক্তভোগী বকশীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন ।
অভিযুক্ত হলেন- বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের মোঃ ইদ্রিছ আলীর সন্তান মোঃ রাজ্জাক মিয়াসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন।
সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়- গত ২৫ আগস্ট দুপুর তিনটার সময় বকশীগঞ্জ পৌরসভার সামনে এন এম উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছিলেন নুরুল আমিন ও দেলোয়ার হাবিব। এমন সময় রাজ্জাক মিয়াসহ ৪-৫জন এসে পৌর কর্মকর্তা ও কর্মচারী দুইজনকে বকশীগঞ্জ থেকে চলে যাবার হুমকি দেন। যদি তারা চলে না যায় তাহলে তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়াও হামলা ও মিথ্যা মামলার হুমকি দেন অভিযুক্তরা। এমন অবস্থায় নুরুল আমিন ও দেলোয়ার হাবিব প্রান ভয়ে আছেন বলে উল্লেখ্য করা হয় সাধারন ডায়েরীতে।
এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন- আমাকে বকশীগঞ্জ পৌরসভায় চাকরি দেয়ার প্রলোভন দেখানো হয়। আমি অনেক আগে নুরুল আমিনকে সাড়ে ৪ লাখ টাকা দেই । সে চাকরিও দিচ্ছিলো না। আমার টাকাও ফেরত দিচ্ছিলো না। পরে আমি বিভিন্ন মাধ্যমে তার কাছে টাকা চাই এবং আজ পর্যন্ত তার কাছে আমি সরাসরি টাকা চাইনি। পরে আমি উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ করি।
এনিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে আদালতের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 





































