
সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যাকান্ডের বিচার ও পি আর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সমেশপুর বাসস্ট্যান্ডে জামে মসজিদ সংলগ্নে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের শাখার সমাজ কল্যাণ সম্পাদক মওলানা রেজাউল করিমের সঞ্চলনায় ও উপজেলার রাজাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রয়ী ইসলামী যুব আন্দোলনের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সহ- সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আঃ সামাদ, মোতালিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাঃ আঃ ছালাম, শহিদুল ইসলাম, দাউদ ইব্রাহিম মুন্না, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় বক্তরা, গত জুলাই মাসে হত্যাকান্ডের বিচার ও পি আর পদ্ধতিতে সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































