শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে মিষ্টি বিতরণ নিয়ে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

প্রতীকী ছবি

রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আটক হওয়ার সংবাদে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করার কর্মসুচি পালন নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে গুলি গোলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) এই ঘটনা ঘটে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটে বিকালের দিকে।

স্থানীয় জনসাধারণের ভাষ্যানুসারে দুপুর থেকে এখানে দুই গ্রুপের উপস্থিতি নিয়ে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে উভয় পক্ষে পৃথক পৃথক অবস্থানে নিয়ে মিষ্টি বিতরণ করে। পরে মিছিল করতে গেলে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

এর মধ্যে দুই পক্ষের মধ্যে চলে গোলাগুলি। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়। প্রত্যদর্শীরা জানিয়েছে গুলিবিদ্ধ যুবক সন্ধ্যা পর্যন্ত পথেরহাটের পড়ে কাতরাচ্ছিল।

এই ঘটনার সময় আতংকিত লোকজন বাজার থেকে দিকবেদিক ছুটোছুটি করতে দেখা যায়। বাজারের সব দোকান বন্ধ করে ব্যবসায়ীরা চলে যায়। কাপ্তাই সড়কে যানবাহন বন্ধ হয়ে যায়। দু’দিকে আটকা পড়ে কয়েকশ যানবাহন। চরম দুর্ভোগে পড়ে যানবাহনের যাত্রিরা। জানা যায় বিচ্ছিন্নভাবে কিছু ভাংচুরের ঘটনাও ঘটেছে।
এদিকে বিএনপি নেতাকর্মীরা ফজলে করিম চৌধুরী আটকের সংবাদে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রাউজান
পৌরসভার মুন্সিরঘাটা, জলিলনগর, গহিরায়। ফজলে করিমের ফাঁসী দাবি করে তারা শ্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করেছে। মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে উরকিরচর, পাহাড়তলী, পশ্চিম গুজরা ইউনিয়নের বিভিন্ন স্থানে।
সর্বশেষ তথ্যে জানা য়ায়, পথেরহাটে গুলিবিদ্ধ যুবকের নাম সুজন দাশ। তার বাড়ি নোয়াপাড়ার উভলং গ্রামে। তাকে সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রাউজান থানায় এ নিয়ে যোগাযোগ করলে এসআই নাফিজ ইকবাল বলেন, একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
জনপ্রিয়

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি

রাউজানে মিষ্টি বিতরণ নিয়ে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

প্রকাশের সময় : ০৯:৩৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আটক হওয়ার সংবাদে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করার কর্মসুচি পালন নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে গুলি গোলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) এই ঘটনা ঘটে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটে বিকালের দিকে।

স্থানীয় জনসাধারণের ভাষ্যানুসারে দুপুর থেকে এখানে দুই গ্রুপের উপস্থিতি নিয়ে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে উভয় পক্ষে পৃথক পৃথক অবস্থানে নিয়ে মিষ্টি বিতরণ করে। পরে মিছিল করতে গেলে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

এর মধ্যে দুই পক্ষের মধ্যে চলে গোলাগুলি। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়। প্রত্যদর্শীরা জানিয়েছে গুলিবিদ্ধ যুবক সন্ধ্যা পর্যন্ত পথেরহাটের পড়ে কাতরাচ্ছিল।

এই ঘটনার সময় আতংকিত লোকজন বাজার থেকে দিকবেদিক ছুটোছুটি করতে দেখা যায়। বাজারের সব দোকান বন্ধ করে ব্যবসায়ীরা চলে যায়। কাপ্তাই সড়কে যানবাহন বন্ধ হয়ে যায়। দু’দিকে আটকা পড়ে কয়েকশ যানবাহন। চরম দুর্ভোগে পড়ে যানবাহনের যাত্রিরা। জানা যায় বিচ্ছিন্নভাবে কিছু ভাংচুরের ঘটনাও ঘটেছে।
এদিকে বিএনপি নেতাকর্মীরা ফজলে করিম চৌধুরী আটকের সংবাদে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রাউজান
পৌরসভার মুন্সিরঘাটা, জলিলনগর, গহিরায়। ফজলে করিমের ফাঁসী দাবি করে তারা শ্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করেছে। মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে উরকিরচর, পাহাড়তলী, পশ্চিম গুজরা ইউনিয়নের বিভিন্ন স্থানে।
সর্বশেষ তথ্যে জানা য়ায়, পথেরহাটে গুলিবিদ্ধ যুবকের নাম সুজন দাশ। তার বাড়ি নোয়াপাড়ার উভলং গ্রামে। তাকে সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রাউজান থানায় এ নিয়ে যোগাযোগ করলে এসআই নাফিজ ইকবাল বলেন, একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।