শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে ২৪-তম বিশাল জসনে জুলুছ কাল

রাউজান হলদিয়া-ডাবুয়ার ২৪তম পবিত্র জসনে জুলুছ কাল। আহলে সুন্নাত ওয়াল জামআত এর উদ্যোগে উত্তর চট্টগ্রামের বৃহত এ জুলুস উত্তরসর্তা দরগাহ বাজার থেকে অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)’র নেতৃত্বে শুরু হবে। দীর্ঘ সড়ক পায়ে হেঁটে অতিক্রম করার পর আমিরহাট মোহাম্মদীয়া কমিউনিটি সেন্টারে তকরির ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। এতে সকল নবী প্রেমিক আশেকে রাসুলদের উপস্থিতি কামনা করেছেন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
জনপ্রিয়

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি

রাউজানে ২৪-তম বিশাল জসনে জুলুছ কাল

প্রকাশের সময় : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
রাউজান হলদিয়া-ডাবুয়ার ২৪তম পবিত্র জসনে জুলুছ কাল। আহলে সুন্নাত ওয়াল জামআত এর উদ্যোগে উত্তর চট্টগ্রামের বৃহত এ জুলুস উত্তরসর্তা দরগাহ বাজার থেকে অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)’র নেতৃত্বে শুরু হবে। দীর্ঘ সড়ক পায়ে হেঁটে অতিক্রম করার পর আমিরহাট মোহাম্মদীয়া কমিউনিটি সেন্টারে তকরির ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। এতে সকল নবী প্রেমিক আশেকে রাসুলদের উপস্থিতি কামনা করেছেন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।