
“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে চুরি, ছিনতাই, মাদক, বাল্য বিয়ে, যৌতুক, জুয়া ইত্যাদি রোধকল্পে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন থানা পুলিশ।
১৪ (সেপ্টেম্বর) শনিবার বিকেল ৫ টার সময় উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ. মামুন খান চিশতি।
ওই মতবিনিময় সভায় প্রথমে সাধারণ মানুষের থেকে এলাকার বিভিন্ন সমস্যা কথা শোনা হয়। পরবর্তীতে সেসকল সমস্যা সমাধানের আশ্বাসসহ এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থানা পুলিশকে জানিয়ে সহযোগিতা করবার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন, বড়াইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমান বাবু, হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান চঞ্চলসহ জনপ্রতিনিধি, ছাত্র জনতা, থানা পুলিশের সদস্যগণ ও সাধারণ মানুষ।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 





































