রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে রোহিতের খোঁচা

ছবি-সংগৃহীত

কয়েকদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে টাইগাররা। আর এরপরই বাংলাদেশকে নিয়ে রোহিত-কোহলিদের সতর্ক থাকার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। তবে ম্যাচ শুরুর একদিন আগেই বাংলাদেশকে খোঁচা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চেন্নাইয়ে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে। তাই বাংলাদেশকে মজা নিতে দাও। যদিও টিম টাইগার্সকে নিয়ে বেশ সতর্ক তিনি। ঘরের মাঠে জিততে চান টানা ১৮ সিরিজ।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে। বাংলাদেশকে মজা নিতে দাও। আমাদের ম্যাচ জেতা দরকার, সে জন্যই আমরা এখানে এসেছি। তারা কি ভাবল সেটা আমাদের দেখার বিষয় নয়। ইংল্যান্ড যখন এসেছিল তখন তারাও অনেক কথা বলেছিল। আমরা সেসবে কান দেইনি।

রোহিত শর্মা আরও বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। একমাস বিরতি কাটিয়ে ফিরে নিশ্চয় ক্রিকেটারা ফুরফুরে মেজাজে আছে। আমরা শুরুটা ভালো করতে চাই।

পাকিস্তানকে হারিয়ে ভারতের মাটিতে পা রেখেছে টিম বাংলাদেশ। দুইদেশের সাম্প্রতিক কূটনীতি আর ২২ গজে সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ এবার ভিন্ন মাত্রা দিচ্ছে। বিশেষ করে টেস্টে।

শান্ত-মিরাজদের ফর্ম টাইগার সমর্থকদের আশা দেখালেও তা উড়িয়ে দিয়েছিলেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বর্তমান অধিনায়ক ব্যতিক্রম নন। উচ্চাভিলাসী লাল সবুজদের ইংল্যান্ডের কথা স্বরণ করিয়ে দিয়েছেন রোহিত শর্মা।

পরিসংখ্যান অবশ্য রোহিতদের পক্ষেই। দুই যুগের পথচলায় সাদা পোষাকে প্রতিবেশিদের হারাতে পারেনি বাংলাদেশ। আর ঘরের মাঠেতো আরও দুর্ধর্ষ স্বাগতিকরা। টেস্টে ১৭ সিরিজ আর এক যুগ ধরে অপরাজিত টিম ইন্ডিয়া। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ রেস জমে ওঠায় প্রতি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে ম্যান ইন ব্লু।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পাশাপাশি বাংলাদেশের সামনেও সুযোগ ফাইনাল খেলার।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

বাংলাদেশকে রোহিতের খোঁচা

প্রকাশের সময় : ১০:১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

কয়েকদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে টাইগাররা। আর এরপরই বাংলাদেশকে নিয়ে রোহিত-কোহলিদের সতর্ক থাকার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। তবে ম্যাচ শুরুর একদিন আগেই বাংলাদেশকে খোঁচা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চেন্নাইয়ে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে। তাই বাংলাদেশকে মজা নিতে দাও। যদিও টিম টাইগার্সকে নিয়ে বেশ সতর্ক তিনি। ঘরের মাঠে জিততে চান টানা ১৮ সিরিজ।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে। বাংলাদেশকে মজা নিতে দাও। আমাদের ম্যাচ জেতা দরকার, সে জন্যই আমরা এখানে এসেছি। তারা কি ভাবল সেটা আমাদের দেখার বিষয় নয়। ইংল্যান্ড যখন এসেছিল তখন তারাও অনেক কথা বলেছিল। আমরা সেসবে কান দেইনি।

রোহিত শর্মা আরও বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। একমাস বিরতি কাটিয়ে ফিরে নিশ্চয় ক্রিকেটারা ফুরফুরে মেজাজে আছে। আমরা শুরুটা ভালো করতে চাই।

পাকিস্তানকে হারিয়ে ভারতের মাটিতে পা রেখেছে টিম বাংলাদেশ। দুইদেশের সাম্প্রতিক কূটনীতি আর ২২ গজে সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ এবার ভিন্ন মাত্রা দিচ্ছে। বিশেষ করে টেস্টে।

শান্ত-মিরাজদের ফর্ম টাইগার সমর্থকদের আশা দেখালেও তা উড়িয়ে দিয়েছিলেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বর্তমান অধিনায়ক ব্যতিক্রম নন। উচ্চাভিলাসী লাল সবুজদের ইংল্যান্ডের কথা স্বরণ করিয়ে দিয়েছেন রোহিত শর্মা।

পরিসংখ্যান অবশ্য রোহিতদের পক্ষেই। দুই যুগের পথচলায় সাদা পোষাকে প্রতিবেশিদের হারাতে পারেনি বাংলাদেশ। আর ঘরের মাঠেতো আরও দুর্ধর্ষ স্বাগতিকরা। টেস্টে ১৭ সিরিজ আর এক যুগ ধরে অপরাজিত টিম ইন্ডিয়া। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ রেস জমে ওঠায় প্রতি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে ম্যান ইন ব্লু।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পাশাপাশি বাংলাদেশের সামনেও সুযোগ ফাইনাল খেলার।