
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৈতৃক সম্পত্তি ও নিজের ক্রয়কৃত জমিতে ঘর তুলতে প্রভাবশালী মো. জাহাঙ্গীর আলমের এক ব্যাক্তির বাধা ও জীবন নাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার বেলা ১১ টার দিকে কাকালদি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রুবেল উদ্দিন প্রবাসে থাকায় সম্মেলনে তার ভাই নয়ন, রাছেল এবং শ্যালক সাজিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রবাসী রুবেল উদ্দিনের পক্ষে সম্মেলনে তার ভাই নয়ন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে নিয়ন বলেন, প্রবাসী রুবেল তার পিতা। খবির উদ্দিন হতে ওয়ারিশ এবং অনান্য ওয়ারিশগণ হতে ক্রয় করে মোট ২৮.৮৮ শতাংশ জমির মালিক হয়ে দোকান ঘর নির্মান করেন।অন্য দিকে তার ভগ্নিপতি বোনের ওয়ারিশ এবং অনান্য মালিকগণ হতে ক্রয় সুত্রে ২০.৪৩ শতক জমির মালিক হয়ে ভুয়া নামজারী এবং জাল দলিল সৃজন করে ৪২ শতাংশ জমির মালিকানা দাবি করে সম্পূর্ণ জমি তার দখলে নিতে চেষ্টা চালিয়ে আসছেন। জমির সকল অংশীদার হতে টাকা নিয়ে বালু ভরাট করেন মোঃ জাহাঙ্গীর। বর্তমানে তিনি বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছেন।
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি 






































