সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে সব স্থানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক জায়গায় প্রশাসন কাজ করছে না, ব্যর্থ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা প্রদানের সময় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি জেলার রাণীশংকৈল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সমস্ত এলাকা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেখানেই সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগ করা উচিত। আর যে সমস্ত এলাকা শান্তিপূর্ণ আছে, রাজনৈতিক নেতাকর্মীরাই নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন হবে না। তাই সরকার বিষয়টি পুনর্বিবেচনা করার কথা জানান তিনি।
বিএনপির মহাসচিব আরো বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা উচিত, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারে। বিএনপি সংস্কার চায়, সেই সাথে বর্তমান সরকার যেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেয় । আর যেন ক্ষমতায় থাকার জন্য কেউ মানুষকে গুলি করে হত্যা না করে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে নগদ মোট ১৫ লাখ টাকা তুলে দেন।

জনপ্রিয়

বাংলাদেশ নতি স্বীকার করবে না, আসিফ নজরুলের কড়া হুঁশিয়ারি

সেনাবাহিনীকে সব স্থানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক জায়গায় প্রশাসন কাজ করছে না, ব্যর্থ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা প্রদানের সময় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি জেলার রাণীশংকৈল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সমস্ত এলাকা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেখানেই সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগ করা উচিত। আর যে সমস্ত এলাকা শান্তিপূর্ণ আছে, রাজনৈতিক নেতাকর্মীরাই নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন হবে না। তাই সরকার বিষয়টি পুনর্বিবেচনা করার কথা জানান তিনি।
বিএনপির মহাসচিব আরো বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা উচিত, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারে। বিএনপি সংস্কার চায়, সেই সাথে বর্তমান সরকার যেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেয় । আর যেন ক্ষমতায় থাকার জন্য কেউ মানুষকে গুলি করে হত্যা না করে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে নগদ মোট ১৫ লাখ টাকা তুলে দেন।