বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় টেস্ট: বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী দল ঘোষণা

ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজের দুই ম্যাচের প্রথমটিতে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই জয়ের তিন ঘণ্টা না পেরোতেই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিসিসিআইয়ের সচিব জয় শাহ স্বাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়।

চেন্নাই টেস্ট চলাকালীন সময়ে গুঞ্জন উঠেছিল পরের টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন পেসার মোহাম্মদ শামি। কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। চেন্নাই টেস্টের স্কোয়াড নিয়েই কানপুরে মাঠে নামবে রোহিত শর্মা।

প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া সকলেই ফর্মে ছিলেন তাই দলে পরিবর্তনের কথা ভাবেননি নির্বাচক অজিত আগরকর। কোচ গৌতম গম্ভীরও দলে কোনও পরিবর্তন চাননি।

ভারতীয় শিবিরে চোট-আঘাতের সমস্যাও নেই। তাই চেন্নাইয়ের ১৬ জনকে সঙ্গে করেই কানপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, ঋষভ পান্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মুহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ এবং জশ দয়াল।

জনপ্রিয়

মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান

দ্বিতীয় টেস্ট: বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী দল ঘোষণা

প্রকাশের সময় : ০৩:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

টেস্ট সিরিজের দুই ম্যাচের প্রথমটিতে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই জয়ের তিন ঘণ্টা না পেরোতেই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিসিসিআইয়ের সচিব জয় শাহ স্বাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়।

চেন্নাই টেস্ট চলাকালীন সময়ে গুঞ্জন উঠেছিল পরের টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন পেসার মোহাম্মদ শামি। কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। চেন্নাই টেস্টের স্কোয়াড নিয়েই কানপুরে মাঠে নামবে রোহিত শর্মা।

প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া সকলেই ফর্মে ছিলেন তাই দলে পরিবর্তনের কথা ভাবেননি নির্বাচক অজিত আগরকর। কোচ গৌতম গম্ভীরও দলে কোনও পরিবর্তন চাননি।

ভারতীয় শিবিরে চোট-আঘাতের সমস্যাও নেই। তাই চেন্নাইয়ের ১৬ জনকে সঙ্গে করেই কানপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, ঋষভ পান্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মুহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ এবং জশ দয়াল।