বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন আউয়াল

ছবি-সংগৃহীত

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে সরগরম দেশের ক্রীড়াঙ্গন।

দিনকয়েক আগে বাফুফে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ী তরফদার রুহুল আমিন। এবার একই পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিলেন এই ফুটবল সংগঠক।

এ সময় তিনি বলেন, ‘এতদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী জিতব।’

উল্লেখ্য, বাফুফে নির্বাচনে এবারই প্রথম নির্বাচন করছেন না তাবিথ আউয়াল। তবে সভাপতির পদে লড়াইয়ে এবারই অভিষেক হচ্ছে তার।

এর আগে ২০১২ ও ২০১৬ সালের বাফুফে নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়াই করে সহ-সভাপতি হয়েছিলেন তিনি। এমনকি ২০২০ সালের নির্বাচনে খুব কাছাকাছি গিয়েও শেষমেশ নির্বাচিত হতে ব্যর্থ হন। এবার তিনি সভাপতির পদেই লড়াইয়ের ঘোষণা দিলেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন আউয়াল

প্রকাশের সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে সরগরম দেশের ক্রীড়াঙ্গন।

দিনকয়েক আগে বাফুফে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ী তরফদার রুহুল আমিন। এবার একই পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিলেন এই ফুটবল সংগঠক।

এ সময় তিনি বলেন, ‘এতদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী জিতব।’

উল্লেখ্য, বাফুফে নির্বাচনে এবারই প্রথম নির্বাচন করছেন না তাবিথ আউয়াল। তবে সভাপতির পদে লড়াইয়ে এবারই অভিষেক হচ্ছে তার।

এর আগে ২০১২ ও ২০১৬ সালের বাফুফে নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়াই করে সহ-সভাপতি হয়েছিলেন তিনি। এমনকি ২০২০ সালের নির্বাচনে খুব কাছাকাছি গিয়েও শেষমেশ নির্বাচিত হতে ব্যর্থ হন। এবার তিনি সভাপতির পদেই লড়াইয়ের ঘোষণা দিলেন।