
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা হাজী বাহারের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজ বুধবার সকালে এলাকাবাসীর ও সর্বস্তরের নারী পুরুষরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কদমতলীতে ঝাড়ু মিছিল করেছে । হাজী বাহার সকালে স্থানীয় কদমতলীতে তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন শেষে স্থানীয় এলাকাবাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ঝাড়ি মিছিলের আয়োজন করে।
এতে এলাকার শত শত নারী পুরুষ ঝাড়ু নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মিছিলে আগত নারী ও পুরুষরা জানিয়েছেন দীর্ঘদিন যাবত এলাকার ভূমি দস্যু হিসেবে পরিচিত শামসুল হক ও তার ছেলে মাদক ব্যবসায়ী চাঁদাবাজ যুবলীগ নেতা সাজেদুল এর অত্যাচারে এলাকাবাসীর অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর কোন প্রতিবাদ করলেই তাদের নির্যাতন করা হয়।
এই বিষয়ে সকালে বিএনপি নেতা বারেক সাংবাদ সম্মেলনের আয়োজন করেন । এ সময় তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর স্থানীয়দের মাঝে পরিচিত ভূমিদস্যু শামসুল হক ওরফে গজারী শামসুর ছেলে সাজেদুল সিরাজুল ও সামসুল নিজেই বারেককে তার অফিসে লোক মারফত ডাক দিয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কবিতর্ক করেন । এক পর্যায়ে তিনি ও তার ছেলেরা বিএনপি’র এই সাংগঠনিক সম্পাদকে হামলা করে গুরুতর আহত করেন। আহত বারেকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
এই ঘটনায় এলাকায় বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হাজী বারেক। থানা পুলিশ লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করছেন। আজ বুধবার সকালে বারেক সাংবাদিক সম্মেলন মাধ্যমে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমকে। তিনি অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ বিচার দাবি করেছেন।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 




































