রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার বড়হাতিয়ায় গভীর রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে রমজান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রমজান আলী উপজেলার বড়হাতিয়া ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়া গ্রামের মৃত ভেট্টা মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী ময়ূরী আক্তার বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমার স্বামী চিৎকার দিলে বাড়ির অন্যরাও ঘুম থেকে জেগে ওঠেন। তিনি সারারাত যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিষধর সাপের কামড় চিহ্নিত করেন এবং তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, বিষধর সাপের কামড়ে মৃত্যু হওয়া যুবকের মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ লাশের সুরতহাল শেষ করেন।

জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড শেয়ার ড. ইউনূসের

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

প্রকাশের সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার বড়হাতিয়ায় গভীর রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে রমজান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রমজান আলী উপজেলার বড়হাতিয়া ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়া গ্রামের মৃত ভেট্টা মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী ময়ূরী আক্তার বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমার স্বামী চিৎকার দিলে বাড়ির অন্যরাও ঘুম থেকে জেগে ওঠেন। তিনি সারারাত যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিষধর সাপের কামড় চিহ্নিত করেন এবং তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, বিষধর সাপের কামড়ে মৃত্যু হওয়া যুবকের মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ লাশের সুরতহাল শেষ করেন।