২ উইকেটে ৭৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দল। ২৯ রানে দুই উইকেট হারানোর পর মুমিনুল ও শান্তর ৪৫ রানের জুটিতে সকালের সেশনটা পার করে বাংলাদেশ।
সকালের সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। শেষ ওভারে আকাশ দীপ বোলিং করার সময়ই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছিল। তাই ওভার শেষ করেই মধ্যাহ্ন বিরতিতে যায় দুই দল।
স্পোর্টস ডেস্ক 








































