বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে ভেলার ওপর খেলা করছিলো শিশু, অতঃপর…

প্রতীকী ছবি

কলারোয়ায়   পানিতে ডুবে আব্দুর রহমান (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আব্দুর রহমান চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দনপুর গ্রামের রাজু হোসেনের ছেলে ও স্থানীয় চন্দনপুর দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র।
চন্দনপুর গ্রামের শিক্ষক গোলাম কিবরিয়া পরিবারের বরাত দিয়ে জানান, শিশু আব্দুর রহমান ৩ ভাইয়ের মধ্যে মেজো। দুই ভাই একসাথে পুকুরের পানিতে ভেলার ওপর খেলা করছিলো। সেসময় ভেলা থেকে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুলাহ জানান, শিশু আব্দুর রহমানকে পানিতে ডুবে যেতে দেখে ছোট ভাইটি অনেক চেষ্টা করলেও তাকে আর ভেলায় তুলতে না পেরে মাকে যেয়ে ঘটনা বলে। তখন পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় ৪০ মিনিট পানিতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক। শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

পুকুরে ভেলার ওপর খেলা করছিলো শিশু, অতঃপর…

প্রকাশের সময় : ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
কলারোয়ায়   পানিতে ডুবে আব্দুর রহমান (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আব্দুর রহমান চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দনপুর গ্রামের রাজু হোসেনের ছেলে ও স্থানীয় চন্দনপুর দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র।
চন্দনপুর গ্রামের শিক্ষক গোলাম কিবরিয়া পরিবারের বরাত দিয়ে জানান, শিশু আব্দুর রহমান ৩ ভাইয়ের মধ্যে মেজো। দুই ভাই একসাথে পুকুরের পানিতে ভেলার ওপর খেলা করছিলো। সেসময় ভেলা থেকে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুলাহ জানান, শিশু আব্দুর রহমানকে পানিতে ডুবে যেতে দেখে ছোট ভাইটি অনেক চেষ্টা করলেও তাকে আর ভেলায় তুলতে না পেরে মাকে যেয়ে ঘটনা বলে। তখন পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় ৪০ মিনিট পানিতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক। শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।