বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা ডা. শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা

ডা. শাহাদত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার  (১ অক্টোবর) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় প্রদান করেন।
বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ এই প্রতিবেদককে বলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।
একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনে এই রায়কে সত্যের জয় ও জনগণের চাওয়া এবং ঐতিহাসিক রায় আখ্যায়িত করে তাৎক্ষণিক চট্টগ্রামের বিভিন্ন অলিগলি ও আদালত প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ, সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনতা আনন্দ উল্লাসে মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে।
জনপ্রিয়

প্রশাসনে কোন দলের লোক থাকবে না উপদেষ্টা রিজওয়ান হাসান

বিএনপি নেতা ডা. শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা

প্রকাশের সময় : ০৫:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার  (১ অক্টোবর) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় প্রদান করেন।
বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ এই প্রতিবেদককে বলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।
একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনে এই রায়কে সত্যের জয় ও জনগণের চাওয়া এবং ঐতিহাসিক রায় আখ্যায়িত করে তাৎক্ষণিক চট্টগ্রামের বিভিন্ন অলিগলি ও আদালত প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ, সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনতা আনন্দ উল্লাসে মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে।